দেশজুড়ে

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন। ভারসাম্যহীন ঘাতক স্বামী আটক

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক।
মানসিক ভারসাম্যহীন স্বামীর হাতে স্ত্রী খুন।

শনিবার (২০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানাযায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মজলিশপুর গ্রামের মৃত আহসান উল্লার পুত্র মোঃ সাজিদ মিয়া (৬৫) তার স্ত্রী মোছাঃ গেদুনী বিবি (৫০) ঘুমন্ত থাকা অবস্থায় একটি কাঠের ফাইল দিয়ে স্বজোড়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে আরো জানাযায়, সাজিদ মিয়া দীর্ঘ্যদিন বিদেশে ছিলেন। সেখানে থাকাকালীন অবস্থায় তার মানসিক সমস্যা দেখা দিলে গত বছর তিনি দেশে চলে আসে। মানসিক ভারসাম্যহীন অবস্থার চরম বিপর্যয় দেখা দিলে তার স্ত্রী ও পরিবারের লোকজন বিভিন্ন জাগায় চিকিৎসা কাজ চালিয়ে আসচ্ছিলেন। কিন্তু তার মানসিক ভারসম্যের কোনো উন্নতি হয়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক সাজিদ মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছি।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close