জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আর নেই

নিজস্ব প্রতিনিধি। হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার পত্রিকায় হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন।
শুক্রবার বিকেল তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন ।
স্বজনরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিকবার চিকিৎসা নিয়েছিলেন মামুন।
আজ হঠাৎ স্ট্রোক করলে দুপুর ১টায় অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে পাঠান। সিলেটে নেয়ার পথে মারা যান তিনি।
আব্দুল্লাহ আল মামুনের সহকর্মীরা জানান,পৌর এলাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন।
হৃদরোগে আক্রান্তসহ তার শরীরে বিভিন্ন জটিলতা ছিল। সদালাপী, মৃদুভাষী ও পেশার প্রতি নিষ্ঠাবান ছিলেন সাংবাদিক আল মামুন। তার চলে যাওয়ায় হবিগঞ্জের সাংবাদিক অঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।
আজ শুক্রবার বাদ এশা গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুরে নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা যায়।
সাংবাদিক মামুনের মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শামীম আহছান, বর্তমান সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিম, যুগ্ম সম্পাদক এম এ আর শায়েল, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমদ লিটন, সিনিয়র সহ -সভাপতি সফিকুল ইসলাম সফিক,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া,সহ সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আলমগীর রেজা শোক প্রকাশ করাসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।