শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে ইউপি সদস্যসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশিত হয়েছে -

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি। টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার উস্তার মিয়া সহ ২জনকে ডিবি পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জানাযায়, গত মঙ্গলবার সন্ধায় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট থেকে রায়পুর গ্রামের মৃত হাজি রমিজ মিয়ার পুত্র ইউপি সদস্য উস্তার মিয়া (৭০) ও তার ভাতিজা শাহিন মিয়া (৪৫)কে ডিবি পুলিশ আটক করে। আটককৃত ২ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ইউপি সদস্য উস্তার মিয়া গ্রেফতারের খবরে নবীগঞ্জ উপজেলা সহ আউশকান্দি বিভিন্ন চা- স্টলে আলোচনার পাশাপাশি নানান সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাওনা টাকা আত্মসাত সহ প্রতারণার বিভিন্ন অভিযোগে আত্মগোপনে ছিল। তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করি। বৃহস্পতিবার আসামীদের পক্ষ থেকে জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না করেন।