দেশজুড়ে
প্রিন্ট করুন
বাহুবলে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ। বাহুবল উপজেলায়
সঞ্জিত দাশের স্ত্রী অঞ্জলী রাণী মালাকার (৩০) ও তাদের মেয়ে পূজা রাণী দাশ (৮)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সঞ্জিত দাশ একজন সবজি বিক্রেতা। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে দিগাম্বর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতে তিনি বাসায় ছিলেন না।বাসায় শুধু তার স্ত্রী ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘরের খোলা দরজা দিয়ে ঘরে মা-মেয়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।