দেশজুড়ে
প্রিন্ট করুন
মওদুদ আহমদের মৃত্যুতে শোকবার্তায় যা বললেন মির্জা ফখরুল
হবিগঞ্জের সংবাদ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের (৮১) মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান মওদুদ আহমদ।
বিএনপির এই নেতার মৃত্যুতে শোকবার্তায় ফখরুল বলেন, মওদুদ আহমদের চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয়; দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, মওদুদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী ও উঁচু মানের লেখক। এছাড়া তিনি বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার চলে যাওয়ায় আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।