দেশজুড়ে

বানিয়াচংয়ের আধুনিক মেডিকেল সেন্টার দিনে দুপুরে চুরি

প্রিন্ট করুন

মোঃ আজমল হোসেন খাঁন । বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার সাবরেজিস্টার অফিস রোডে আধুনিক মেডিকেল সেন্টারে দূরদর্শী চুরির মতো ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় আধুনিক মেডিকেল সেন্টারের মালিক বদরুদল লস্কর টিউবওয়েল থেকে পানি আনতে যান। পানি নিয়ে এসে দেখেন ক্যাসের তালা ভেঙেঁ কে বা কারা রক্ষিত ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close