দেশজুড়ে

মাধবপুরে রামদার আঘাতে স্ত্রীর কব্জি কেটে দিলো স্বামী

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি। মাধবপুর উপজেলায় সোনা বিক্রি না করায় ফাইমা বেগম (২৩) নামে এক গৃহবধুকে হাতের কব্জি কেটে দিয়েছে স্বামী শামিম মিয়া। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
আজ শুক্রবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে।
ফাইমার পরিবার সূত্রে জানা যায়, দুই বছর পুর্বে শামীম মিয়ার সাথে ফাইমাকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শামিম তার স্ত্রীকে টাকার জন্য মারপিট করত। একাধিকবার তারা টাকা দিয়েছেও। যখন দিতে পারেনি তখন শামীম ফাইমাকে শারীরিকভাবে নির্যাতন করত।

সম্প্রতি ঘরে রক্ষিত সোনা বিক্রি করে টাকার জন্য চাপ দেয় শামীম। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাইমার হাতে কুপ দিয়ে কব্জি কেটে দেয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে।


Related Articles

Back to top button
Close