শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ের লক্ষীবাওরে শেখ মুজিব ম্যারাথন উদ্বোধন : ৫ শতাধিক রানাররা দৌড়লেন

প্রকাশিত হয়েছে -

সাজ্জাদ বিন লাল / আজমল হোসেন খাঁন।
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ হাওর পাড়ের শোলাটেক নামক স্থানে কালনিনদীর পাড়ে উদ্বোধন করেন সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধনের পর অংশগ্রহনকারী ৫ শতাধিক নারী পুরুষ রানার ৫ কিলোমিটার দৌড়ে দেশের বৃহত্তম সোয়াম ফরেষ্ট (জলাবন) লক্ষীবাওরে পৌঁছান।

গতকাল ৭ মার্চ (রবিবার) বিকাল সাড়ে ৩ টায় প্রকৃতির অপরূপ রূপের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শেষ হয় বিকাল ৫ টায়। ম্যারাথনে নারীদের মধ্যে ২য় ও ৩য় স্থান অর্জন করে তাক লাগিয়ে দেন মা সাধনা রানী ও মেয়ে অর্পিতা রানী। ম্যারাথনে পুরুষদের মধ্যে ৬ জন ও নারীদের মধ্যে ৫ জন বিজয়ী হন।

এদিকে বানিয়াচংয়ের দর্শনীয় স্থান লক্ষীবাওর জলাবনকে পরিচিত করতে জাকজমক অনুষ্ঠান বানিয়াচংবাসীকে উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ক্রীড়াপ্রেমী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

বিকাল ৫ টায় লক্ষীবাওর জলাবনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ইউএনও মাসুদ রানা ও সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি। ম্যারাথনে ১ম স্থান অধিকার করেন মোহন মিয়া, ২য় সায়েল, ৩য় মোহন-২, ৪র্থ লিমন মিয়া, ৫ম আবেদ মিয়া ও ৬ষ্ঠ স্থান অধিকার করে শিপন মিয়া। নারীদের মধ্যে ১ম স্থান অধিকার করে বানিয়াচং রানার ক্লাবের সদস্য অর্পিতা সূত্রধর।

ম্যারাথন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী তজম্মুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, পিআইও প্লাবন পাল, এটিও হাসিবুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, এডভোকেট আব্দুল মজিদ খান এমপির পিএস সেলিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সেক্রেটারী খলিলুর রহমান খলিল, ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা, মোর্শেদুজ্জামান লুকু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম তালুকদার, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সেচ্ছাসেবকলীগ নেতা আশরাফ আলী সোহেল, ছাত্রলীগ নেতা এ জেড এম উজ্জল, রফিকুল আলম চৌধুরী রিপন, কাওছার আহমেদ শিহাবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।