শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হোয়াটসঅ্যাপ ফেইসবুকে প্রতারণা নাইজেরিয়ানসহ আটক ৭

প্রকাশিত হয়েছে -

হবিগঞ্জের সংবাদ ডেস্ক। হোয়াটসঅ্যাপ ফেইসবুকে প্রতারণা নাইজেরিয়ানসহ আটক ৭।
ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা নিজেদের বিদেশি পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ই-মেইলে যোগাযোগ করে নগদ অর্থ হাতিয়ে নিতেন।

রোববার (৭ মার্চ) রাতে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জন জোসেফ (২৭), ইমেকা ইউরিক (৩০), মোসা. লতা আক্তার (২৬), মোসা. আয়শা আক্তার (১৯), মো. হাবিবুর রহমান ওরফে হাবীব (২৭), মো. আশরাফুল ইসলাম ওরফে কবীর (২৪) ও মো. আল আমিন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল, ২০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ৮টি এটিএম কার্ড ও নদগ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।