
মুজিব বর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাবিবুর রহমান রিয়াদ
আজমিরীগঞ্জ প্রতিনিধি
হেলথ কেয়ার (ইউএইচসি), স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ মঙ্গলবার কাকাইলছেও ইউনিয়নের পরিষদে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সৌরভ বিশ্বাস, সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক দেবরাজ রায় চৌধুরী, স্বাস্থ্য সহকারী তাজুল ইসলাম, বাদল শুক্লবৈদ্য। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুসহ প্রায় আড়াই শতাধিক লোকের মধ্যে ঔষধ ও ব্যবস্থাপত্র বিতরন করা হয়েছে ।
উল্লেখ্য, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়া উপস্থিত থেকে ক্যাম্পে সেবা গ্রহণ করেন ও ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।