কারণ এই সময় একদিন ফুরিয়ে যাবে

হবিগঞ্জের সংবাদ ডেস্ক।
যেই ছেলে ১৩ টাকার বেনসন কিনে বন্ধু’দের নিয়া অহংকারের ধোঁয়া ছাড়তো, সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়!
ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার জন্য যেই লোক’টা কাঠ ফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ উনার বাড়ীর সামনে লোকজন বসে থাকে পেটভরে খেতে পাবে সেই আশায়!
মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে, বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজীসাহেব, উনি আজকে শ্বশুড়বাড়ীতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে!
যে শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটা কে অমানুষ বলে প্রতিদিন অপমান করত সেই ছেলেটাই আজকে দায়িত্ব নিয়েছে শিক্ষকের সন্তানকে মানুষ বানানোর বৈশ্বিক চ্যালেঞ্জের!
নিজেকে স্মার্ট, সুন্দরী আর এক্সট্রা-অর্ডিনারী ভাবা মেয়েটা যখন ভালো ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতো, আরো ভালোর আশায়, সেই মেয়েটা’ই আজ বালিশ ভেজায় মধ্যরাতে একজন মানুষের খোঁজে!
সময় খুবই নির্মম, খুবই অমানবিক আবার মাঝে মাঝে খুব’ই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি টেরই পাবেন নাহ!
সে কখনোই স্থির নয়, সব-সময় আপনার নয়, সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়! সুতরাং এই সময়কে পেয়ে বা নিয়ে হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নাই, অহংকার কিংবা দাম্ভিকতার কিছুই নাই…
কারণ এই সময় একদিন ফুরিয়ে যাবে।