শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

একেমন শত্রুতা! নবীগঞ্জে খামারে বিষ প্রয়োগ করে ২৫০ হাঁস নিধন করেছে দূর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে -


স্টাফ রিপোর্টারঃ একেমন শত্রুতা! নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদি পুর গ্রামে হাঁস খামারে ধানের সাথে বিষ মিশিয়ে দুলাল হোসেন নামের এক হাঁস খামারীর ২৫০টি হাঁস নির্বিচারে নিধন করেছে দূর্বৃত্তরা৷

ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল অনুমান ৩টার দিকে,এ ঘটনায় হাঁস খামারী ওই গ্রামের সাবেক মেম্বার মৃত গিয়াস উদ্দিনের ছেলে
কৃষক দুলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন দৃবূত্তরা পূর্ব শত্রুতার জেরধরে তার খামারে বিষ প্রয়োগ করে হাঁস খামারের পার্শ্ববর্তী জমিতে বিষ মিশ্রিত ধান মাধ্যমে হঁাসকে খাবাইয়া তার ২৫০টি হাঁস নিধন করেছে৷

তিনি আরো বলেন একটি বাড়ি একটি খামারের অধীনস্থ তিনি, এই প্রকল্প ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে এই হাঁসের খামার করে তার পরিবার পরিজন নিয়ে জীবন সংগ্রামের মাধ্যমে কোনরকম দিনাতিপাত করছিলেন,দুর্বৃত্তরা সব স্বপ্ন ধ্বংস করে দিলো,এতে তার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন৷ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন৷
এঘটনায় ইউপি সদস্য সাহেল আহমদ ও ইকবাল হোসেন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক আমরা এলাকাবাসী এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানাচ্ছি৷