শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুরে উপহারের ঘর রড বিহীন

প্রকাশিত হয়েছে -

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া মোকামপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ২৮টি ঘর নির্মাণ কাজ চলছে। ২৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দেখা যায়, নির্মাধীন ঘরে রড ব্যবহার করা হচ্ছে না। রড বিহিন ঘর নির্মাণ করছেন শ্রমিকরা। রড না থাকায় ঘরের সামনে থাকা শুধু ইটের তৈরি পিলার এদিক-ওদিক হেলে দুলে নড়ছে। এসব পিলার দিয়ে বানানো হচ্ছে গরীবের সুখের নীড়। যা কিছু দিন পরে তালিকাভূক্ত উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক প্রধান রাজমিস্ত্রি নাজিম হোসেন বলেন, আমরা কর্তৃপক্ষের নির্দেশনায় রড ছাড়াই কাজ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পিলার নড়াচড়া করলেও ঘরের চাল বসিয়ে দিলে আর নড়বে না। পুরো পিলারে এখন রড না থাকলেও চাল বসানোর সময় পিলারের মাথায় অল্প রড বসিয়ে বেঁধে দেয়া হবে।