দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে গাজাসহ ৫ মাদক ব্যবসায়ি আটক

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি।

শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা ইউনিয়নের বাখরপুর গ্রাম থেকে দুই কেজি গাজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়।

এর আগে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলা- উপজেলার বাখরপুর গ্রামের নশাই মিয়ার স্ত্রী পরিষ্কার বেগম (৪৫), একই গ্রামের সিএনজি চালক আব্দুল মন্নান (৫৫), ভাড়াটিয়া বসবাসকারী আনোয়ার হোসেন মাঝি (৩৫), চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের দীপক বিশ্বাস (২৫) ও লাখাই উপজেলার সোনেশ্বর গ্রামের মো. শাহ আলম (৩৫)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।


Related Articles

Back to top button
Close