দেশজুড়ে
প্রিন্ট করুন
বাহুবলে খেলার মাঝে ধাক্কা খেয়ে শিশু নিহত
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।।
বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে খেলার মাঝে ধাক্কা খেয়ে ইটে পড়ে ইয়ামিন হোসেন নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সংঘটিত হয় । নিহত শিশু ইয়ামিন উপজেলার কচুয়াদি গ্রামের লোকমান মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল। এ সময় আরেক শিশু ইয়ামিনকে ধাক্কায় দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ওই শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দেড় বছরের এ শিশুর আকষ্মিক মৃত্যুতে মা- বাবাসহ পরিবারে শোকের মাতম চলছে।