দেশজুড়ে

হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রিন্ট করুন

মোঃ ইয়ামিন আহমদ , হবিগঞ্জ সদর প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ভিপি নুরুল হক নুর এর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ।

চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে (১৭ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সুর বিতান অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় সংগীত শেষে শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে আলোচনা সভা, কেক কাটা, র‍্যালী, পথ শিশু ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ সহ-সমন্নয়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও রাসেল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক ও ক্রিড়া ব্যক্তিত্ব শাহেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ নেতা সাংবাদিক তাওহীদ হাসান, আনছার আলী, আহবাব হোসেন জুয়েল।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের আব্দুল মোতালিব পলাশ, এস কে সুমেল, জুনেল তরফদার, আয়েশা সিদ্দিকা, অলি আহমেদ, লিপসন চৌধুরী, সুজন তরফদার, রাজিব আহমেদ, ফয়সাল আহমেদ ভুইয়া, মাহবুব আহমেদ, কাজী নজরুল ইসলাম, মিনহাজ আহমেদ, মোহাম্মদ রিদয় প্রমুখ।


Related Articles

Back to top button
Close