বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন মেম্বার প্রার্থী সাধনা রানী চৌধুরী

নিজস্ব প্রতিনিধি ।
আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করলেন কাগাপাশা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মেম্বার প্রার্থী সাধনা রারী চৌধুরী ।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের মকা,
সেকান্দরপুর, গোগ্রাপুরসহ সনাতন ধর্মের স্বরস্বতি
পূজার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংরক্ষিত মেম্বার প্রার্থী সাধনা রানী চৌধুরী হবিগঞ্জের সংবাদকে জানান, আমার ওয়ার্ডের চমকপুর,সড়ালিয়াহাঠিসহ সকলপাড়া,মকা,হলিমপুর,আইলাকান্দি,সেকান্দরপুর,গোগ্রাপুরসহ সবাই আমাকে বিপুল ভোটে প্রথমবারের মতো নির্বাচিত করেছেন। আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আবার আমাকে ভোট দিয়ে নিযুক্ত করতে সকলের প্রতি অনুরোধ করেন। এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূজা পরিচালনা জন্য পরামর্শ ও পাশাপাশি সকলকে স্বরস্বতি পুজার শুভেচ্ছা জানান।