শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধি । আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করলেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যশিত সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত ইসহাক মিয়া তালুকদারের কনিষ্ঠ পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম তালুকদার ।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের হারুনী,মাকালকান্দি, মকা,সেকান্দরপুর, কাগাপাশাসহ সনাতন ধর্মের
স্বরস্বতি পূজার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ।
এ ব্যাপারে ইউনিয়ন নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যশিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম তালুকদার হবিগঞ্জের সংবাদ কে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে। বিশ্বের দরবারে বাংলাদেশকে ক্ষমাতায়নের রোল মডেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুন সমাজ নেত্বত্বে আসলে অচিরেই কাগাপাশা ইউনিয়নকে মডেল হিসেবে পরিচিত করতে পারবো বলে আশা প্রকাশ করেন।
তিনি আরোও বলেন, উন্নত,সমৃদ্ধ, আধুনিক অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সরকার সব সুযোগ দিচ্ছে। বিনামূল্যে পড়ানো,বিনামূল্যে বই বৃত্তি দুপুরের খাবারের ব্যবস্থায় করা হয়েছে।
তলাবিহীন জুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে যিনি আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তার সরকারকে সহযোগিতা করতে হলে। আগামী ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন বোর্ড যাহাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের সুযোগ করে দিতে হবে। এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূজা পরিচালনা জন্য পরামর্শ ও পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে স্বরস্বতি পুজার শুভেচ্ছা জানান।