দেশজুড়ে

নবীগঞ্জের প্রতারকের খপ্পরে পরে ৪লক্ষ টাকা আত্মসাৎ! লিখিত অভিযোগ দায়ের

প্রিন্ট করুন


স্টাফ রিপোর্টার। একেমন প্রতারণা নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের পল্লী এলাকায় এক কৃষককে ধান ব্যবসার প্রলোভন দেখিয়ে সহজ সরল কৃষকের নিকট থেকে প্রতারণা ফাঁদ ফেতে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক৷

এঘটনায় সামাজিক বিচার পঞ্চায়েত অমান্য করে ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে প্রতারণার গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার শিকার কৃষক মঞ্জুর আলী নামের ব্যক্তি৷

অভিযোগে উল্লেখ ও প্রতারণার শিকার মঞ্জুর আলী জানান, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের তাজ উদ্দীনের পুত্র ও বহুল আলোচিত সমালোচিত মইনুল ইসলাম নামের ব্যক্তি ২০১৯ সালের ২০সেপ্টেম্বর ধান ব্যবসার প্রলোভন দেখিয়ে একই ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার পুত্র মঞ্জুর আলীর নিকট থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি৷ এর পরথেকে টাকা দেই দিচ্ছি বলে কৃষক মঞ্জুর আলীর সাথে সময়নকাল ক্ষাপণ করে ও প্রতারণা করেন৷

এঘটনায় প্রতারণা ও হয়র্নীর শিকার মঞ্জুর আলী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট একাধিকবার সামাজিকভাবে বিচারপ্রার্থী হন৷ একপর্যায়ে গত বছরের ২৪ ডিসেম্বর উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দীনের কার্যালয়ে সামাজিক বিচারের মুখোমুখি করিলে অভিযুক্ত মইনূল ইসলাম।


Related Articles

Back to top button
Close