দেশজুড়ে

আজমিরীগঞ্জ করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুভ উদ্বোধন

প্রিন্ট করুন

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এম পি আজ ৭ ফেব্রুয়ারী (রোববার) সকালে ১১ ঘটিকায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম দিনেই আজমিরীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন, বি আর ডি পি চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান ও আজমিরীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায় কোভিড-১৯ টিকা নেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান, অফিসার্স ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার, উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানি সরকার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন
গণমাধ্যমকর্মীরা কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সূত্রে জানা যায়,এখন পর্যন্ত ১৬০ জন প্রি-রেজিস্ট্রেশন করেছেন। ভ্যাকসিন নিতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। কোভিড-১৯ টিকা সকাল ৮ টা থেকে বেলা ২টা বা আড়াইটা পর্যন্ত টিকা দেয়া হবে।কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করলে স্বাস্থ্যকর্মীরা সহায়তা করবেন। এ পর্যন্ত বরাদ্দকৃত প্রায় ৪ হাজার টিকার মধ্যে ২ ডোজে উপজেলার ১৯০০ জন কে কোভিড-১৯ টিকা দেয়া যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন বলেন, কোভিড-১৯ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ব্যবস্থাপনা পরিষদ সার্বক্ষণিক প্রস্তুত আছে যে কোনো সেবা দিতে।


Related Articles

Back to top button
Close