মাধবপুরে ট্রাক চাপায় কার চালক আহত
নিজস্ব প্রতিনিধি।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে ট্রাক চাপায় তমিজ মিয়া (৩০) নামে এক প্রাইভেট কার চালক গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত প্রাইভেট কার চালকের পরিচয় এখনও জানা যায়নি।
সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাককে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ওভারটেক করে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে চলে আসে। দুই গাড়ির মাঝে পড়ে প্রাইভেট কারটি ট্রাকের নিচে ডুকে পড়ে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মাধবুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পাল জানান, প্রাইভেট কার চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইকবাল হোসেন তালুকদার ঘটনার সতত্য নিশ্চিত করেন।