দেশজুড়ে

শিক্ষক ও অভিভাবকের মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে শিক্ষার্থীর উন্নতি হবে; আবু হামিদ মুমসাদ হাসান

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকেঃ

জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় নুরানী বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ ফেব্রুয়ারি ) শনিবার সকাল ১১ টায় বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় অত্র মাদরাসা সুপার মাওঃ আবু হামিদ মুমসাদ হাসান এর উপস্থিতিতে এবং নবীর আলীর পরিচালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে মাদরাসা সুপার তিনি তাঁর বক্তব্যে বলেন, যদি শিক্ষক ও অভিভাবকের মধ্য সেতুবন্ধন সৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীর উন্নতি হবে এটা সুনিশ্চিত।

কারণ শিক্ষার্থী ও শিক্ষক ছাড়া যেমন একটি প্রতিষ্টান সম্পূর্ণ রূপ পায় না ঠিক তেমনি অভিভাবক এবং শিক্ষকের সাথে সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি প্রতিষ্টান ও শিক্ষা ব্যবস্থার লক্ষ্য পূরণে অক্ষম।

সু-শিক্ষা কি জিনিস সেই সম্পর্কে তাদেরকে জানাতে ও বুঝাতে হবে। তাই আপনাদের ছেলেমেয়েদেরকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করা আমি-আপনিসহ সকলের নৈতিক দায়িত্ব।

পড়ালেখার ব্যাপারে শিশু-কিশোরদের আগ্রহ কেমন সেদিকে নজর থাকে শিক্ষকদের।শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসের পড়া তৈরি করে নিয়ে এলেও পড়ালেখার ব্যাপারে আগ্রহ কেমন তা বুঝতে পারেন একজন অভিভাবক।

মাদরাসায় শিক্ষার্থীর মধ্যে বীজ বপন করে দেয়। সেই বীজকে ফসলে রূপান্তর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বটা অভিভাবকদের ভাগেই বেশি পড়ে।

তাই মাদরাসাতে কোমলমতিদের পাঠানোর পরই আপনি/আপনাদের দায়িত্ব শেষ নয়। পড়ালেখা কেমন করছে, নিয়মিত শিক্ষার্থীরা আসে কি না তা খোঁজ-খবর নেওয়া এবং শিক্ষার্থীর সুনিশ্চিত ভবিষ্যত গড়ে তুলতে আপনাদের পরামর্শ ও দরকার।

শিক্ষকদের মধ্যে বক্তব্য পেশ করেন, মাওঃ আব্দুল মুনাইম, মোবারক আলী শাহ, আফজল হোসাইন।
অভিভাবকদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আহমদ লস্কর, বশির খা সহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য ও নুরানী বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ।


Related Articles

Back to top button
Close