শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে -

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জের আজমিরীগঞ্জ ৬ টি ব্যবসা প্রতিষ্টানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড করেছে
ভোক্তা অধিকার হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার ভ্রাম্যমাণ আদালত ৷

বিভিন্ন ধরনের মেয়াদ উত্তির্ন জিনিস পত্র, ভেজাল খাদ্য পানীয় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি ( বিপণন নিয়ন্ত্রণ) আইন ৪৫/৫১/৩৭ ধারার অনুসারে দেবানন্দ সিনহা নেতৃত্বে আজ মঙ্গল বার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন এ সময় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷