বাহুবলে ট্রাক ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

সাজ্জাদ বিন লাল,
বাহুবলে বালু বোঝাই ট্রাক ও দুই যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসকে সিলেট থেকে ঢাকাগামী বালু বোঝাই একটি ড্রাম ট্রাক চাপা দিয়ে রোডের পূর্ব পাশে হাই ল্যান্ডের ভিতরে পার্কিং করে রাখা একটি টমটমকে চাপা দিয়ে তানহা- তন্নী নামের অপর একটি দুর পাল্লার বাসের পিছনে চাপা দেয়, এতে টমটমটি দুমড়ে মুছরে যায়, এবং ট্রাক ও দুটি বাসের সামনে ও পিছনের অংশের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এ ঘটনায় দ্বিগাম্বর বাজারে এক লেবার, বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রাথমিক অবস্থায় আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে।
ট্রাকের ব্রেকফেল কিংবা ঘন কোয়াশার কারনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।