দেশজুড়ে

নবীগঞ্জে জমি বিরোধিতার অবসান হলো গ্রাম্য সালিশের মাধ্যমে

প্রিন্ট করুন

ইতি রাণী দেবী,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর পূর্ব ইউপির সরকারি জমি নিয়ে দুই গ্রামের ( কামড়াখাইর ও রামপুর) বিরোধিতা চলে আসছে অনেক দিন যাবৎ।
আজ ২৩শে জানুয়ারি শনিবার সকাল ১১ টায় ফার্মবাজারে উক্ত বিরোধিতার অবসান হলো গ্রাম্য সালিশের মাধ্যমে।
এতে সভাপতিত্ব করেন ২ নং ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ আশিক মিয়া,
প্রধান ভূমিকা পালন করেন ২ নং ইউপির আওয়ামী লীগের সভাপতি মোঃ ছোবা মিয়া, নবীগঞ্জ থানার এস আই মোঃ মনিরুজ্জামান, ১নং ইউপির চেয়ারম্যান সত্যজিৎ দাশ, ২ নং ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মেহের আলী মাহলদার ও বীর মুক্তিযোদ্ধা আফসার মিয়া সহ দুই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব।
উক্ত বিচারের সালিশিগন জানান যে, এই সরকারি ভূমি সরকারি অনুমতি ছাড়া কেউ বসত বাড়ি নির্মান করতে পারবে না। পূর্বে যার দখলে ছিল সেই ব্যক্তি এই ভূমি ভোগ করতে পারবে। যদি সরকারি অনুমতি ছাড়া কেউ এই ভূমি দখল করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।


Related Articles

Back to top button
Close