শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
গল্প শুনি কতো,তানজীনা আক্তার

যুদ্ধ যখন বাঁধলো দেশে
ছিলাম শিশুর মতো,
এখন আমি মায়ের মুখে
গল্প শুনি কতো।
মুক্তিসেনা যুদ্ধ করে
জীবন বাজি রেখে,
শত্রুসেনা কাঁপতে থাকে
এদের সাহস দেখে।
মা তো বলে যুদ্ধ চলে
দীর্ঘ ন’মাস ধরে।
ডিসেম্বরে ঠিক ষোলতে,
দেশটা স্বাধীন করে।
মায়ের মুখে গল্প শুনে
কত্তো ভালো লাগে,
মনের ভিতর যুদ্ধে যাওয়ার
ইচ্ছাটা আজ জাগে।
চাঁদ চাঁদ