বানিয়াচং ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

সাজ্জাদ বিন লাল,আজমল হোসেন খাঁন, বানিয়াচং।
বানিয়াচংয়ের প্রতাবপুর নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রাস্তা পাকা করণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ জানুয়ারি) প্রায় ১৫কোটি টাকা ব্যয়ে প্রতাপপুর রাস্তায় নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
প্রতাপপুর সহ অত্র এলাকার মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল এই ব্রীজ নির্মাণ নিয়ে। আজ এমপি আব্দুল মজিদ খান এর ঐকান্তিক প্রচেষ্টায় তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল হেমন্ত পায়ে এবং বর্ষায় নৌকা দিয়ে চলাচল ই ছিল একমাত্র সম্বল। এই ব্রিজটি বাস্তবায়ন হলে তারা বার মাস গাড়ি নিয়ে চলাচল করতে পারবে এবং অত্র এলাকার মানুষ শহরের সাথে তাল মিলিয়ে নাগরিক সুবিধা ভোগ করতে পারবে বলে বিশ্বাস ছিল তাদের। আজ তাদের লালিত স্বপ্ন বাস্তব রুপ ধারণ করেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকৌশলী শফিকুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।