দেশজুড়ে

বানিয়াচংয়ে খাস জমি দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক । হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খাস জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের রাজধর মিয়ার পুত্র নুরুল হক (৫০) ও মৃত ওয়াছিদ উল্লার পুত্র ইদ্রিছ মিয়া (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার বাল্লা-গাজীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে নিহত নুরুল হকের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আলাই মিয়ার। রোববার দুপুরে জমিতে কাজ করা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হক ও ইদ্রিসকে মৃত ঘোষণা করেন। নিহত ইদ্রিস মিয়া আলাই মিয়ার পক্ষের লোক।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ দাশ জানান, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ নিহত দুইজনের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


Related Articles

Back to top button
Close