বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবন পরিদর্শন করেছেন উপ-সচিব হাজেরা খাতুন

নিজস্ব প্রতিনিধি , বানিয়াচংয়ের লক্ষীবাওর পরিদর্শন
করেছেন চুনারুঘাট উপজেলা কৃতিসন্তান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়নের উপ-সচিব হাজেরা খাতুন ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি লক্ষীবাওর জলাবন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার ভুমি ইফফাত আরা জামান উর্মী,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা হায়দারুজ্জামান খাঁন ধন মিয়া,
সৈদ্যরটুলা ছানসর্দার এনামুল হোসেন খান বাহার, হবিগঞ্জের সংবাদের আইন উপদেষ্টা সাংবাদিক এডভোকেট আসাদুজ্জামান খাঁন প্রমূখ।
পরিদর্শক কালে তিনি বলেন,
মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী এমপি স্যার বলেন হবিগঞ্জ ডিসি সাহেব আমাকে লক্ষী বাওর জলাবন নিয়ে প্রায়ই বলেন ” আপনি দেখে আসেন,এই পরিপ্রেক্ষিতে আসা।
জলাবন ঘুরে দেখে তিনি আরও বলেন,এখানে ওয়াচ টাওয়ার, লেক, কটেজ, ওয়াস রুম সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহন করার জন্য মোবাইল ফোনে জেলা প্রশাসক কামরুল ইসলামকে নির্দেশ দেন।