দেশজুড়ে

বানিয়াচংয়ে ভিমরুলের আতঙ্কে রয়েছে শাহিদ উল্লার পরিবার

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। বানিয়াচংয়ের মজলিশপুর পুর্ব বন্দের বাড়ি ভিমরুলের বাসা নিয়ে আতঙ্কে রয়েছে আঃ সাত্তার মিয়ার ছেলে শাহিদ উল্লা ও তার পরিবার।

জানা যায়, মাস কয়েক আগে থেকে একটি আম গাছে বোলতা ভিমরুলের ছোট বাসা দেখা যায়। শাহিদ উল্লা বাড়িতে না থাকায় প্রথমদিকে বাড়ির মহিলারা ভিমরুলের বাসা শনাক্ত করতে পারেনি। তারা মনে করেছিল এটা হয়তো মৌমাছির বাসা হবে।

পরে শাহিদ উল্লা বাড়িতে আসলে ভিমরুলের বাসা চিনতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ দিনে দিনে ভিমরুলের বাসা অনেক বড় হয়ে গেছে। সে ভেবে পায়না কি করবে এখন।

অনেকে ভিমরুলের বাসায় আগুন দেবার পরামর্শ দিয়েছে শাহিদ উল্লাকে। সাত পাচ সে ও আগুন দিতে রাজি হয়েছিল, দিনের বেলায় আগুন দিলে ভিমরুল ক্ষেপে গিয়ে অনেক মানুষকে কামড়াতে পারে। কারণ তার বাড়ি সহ আশে পাশের বাড়িতে অনেক মানুষ রয়েছে।

এই ভেবে সে রাতে আগুন দেবার সিদ্ধান্ত নিলে আরেকটি সমস্যা দেখা দেয়, সমস্যাটি হলো তার টিনের চাল হতে মাত্র ১ ফুট উঁচুতে সেই ভিমরুলের বাসা এবং পল্লী বিদ্যুতের তার রয়েছে। এমতবস্থায় আগুন দিলে পল্লী বিদ্যুতের তারে ও তার ঘরে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শাহিদ উল্লা। একদিকে এই ভিমরুল বাসা নিয়ে আতঙ্কে রয়েছেন শাহিদ উল্লা এবং অন্যদিকে আতঙ্কে তার আশ পাশের লোকজন। কিভাবে তাড়াবে ভিমরুল, কিভাবে পরিবার পরিজন নিয়ে মুক্তমনে বসবাস করবে শাহিদ উল্লা সেই চিন্তায় দিশেহারা।


Related Articles

Back to top button
Close