দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ৩টি চোরাই গরুসহ দুই চোর আটক

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। একই সাথে আটক করা হয়েছে চুরির সাথে সম্পৃক্ত দুই চোরকে।

(১১ ডিসেম্বর) শুক্রবার ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি গরু উদ্ধার করে এবং দুই চোরকে আটক করে।

পুলিশ জানায়, কদমতলী এলাকার দেলোয়ার হোসেনর দিলু নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। পরে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।

অভিযানে নেতৃত্বদেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ। পরে অভিযানে চোরাই গরু উদ্ধার করা হয় এবং দুই চোরকে আটক করা হয়।

আটককৃত চোরেরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট কোনাবাড়ি এলাকার হানিফ উল্যাহর পুত্র হবিব উল্যা (৬২) ও হবিব উল্যাহর স্ত্রী আনোয়ার খাতুন (৪৫)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Related Articles

Back to top button
Close