বানিয়াচংয়ে আলোচিত ছাত্রলীগ নেতা রউপের ব্যবহিত জুতা মোবাইল উদ্ধার । পরিবারের দাবি হত্যা


মোঃ নজরুল ইসলাম তালুকদার, বানিয়াচংয়ের আলোচিত কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বানিয়াচং শচীন্দ্র ডিগ্রি কলেজের অনার্ষ ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রউফ (২৬) এর হাওরের একটি জলমগ্ন জমি থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় নিহতের আপন চার চাচাকে আসামী করে মামলা দায়ের করেন। কিন্তু দির্ঘ সাড়ে ৫মাস পর নিজ বাড়ির পাশের হাওরের জলমহাল থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে নিহত আব্দুর রউপের ব্যবহিত একটি মোবাইল ফোন এবং এক জুরা জুতা উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত কাল শুক্রবার নিজ বাড়ীর ফুটবল খেলার মাঠের দক্ষিণ পাশে একটি পুকুর সেচ করে গ্রামের মৎস্যজীবিরা রাত ১০টা পানি কমলে মৎস্যজীবিরা দেখতে পান একটি জুতা, তখন অন্যদেরকে সাথে নিয়ে তুলতে গেলে দেখতে পান ভিতরে একটি মোবাইল ফোন। পরে আব্দুরউফের পরিবারের কাছে খবর দিলে আব্দুর রউপের মা মোবাইল আর জুতা সনাক্ত করেন এবং আব্দুরউকে খুন করা হয়েছে বলে দাবী করেন।
উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় গত ১১ জুলাই রাতে চাচা তৈয়ব আলীর বাড়িতে ঘুমাতে যায় বাগাহাতা (গাজীপুর) গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি ও শচীন্দ্র ডিগ্রি কলেজের অনার্ষ ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রউফ (২৬)। পরদিন সকাল ১০ টায় পাশর্^বর্তী হাওরের একটি জলমগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে (১৫ জুলাই) রাতে নিহতের মা জরিনা বিবি বাদী হয়েহত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার প্রধান আসামী নিহতের ৪ চাচাকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
গত (১৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দুরদর্শী নেতৃত্বে এস আই আব্দুছ ছাত্তার ও সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় আনন্দ বাজার থেকে তার আপন চাচা হাজী নুরু মিয়ার পুত্র তৈয়ব আলী (৪০) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম রবি (৩৫)। কে গ্রেফতার করেন। দির্ঘ সাড়ে ৪ মাস কারাবরণ করে গত কয়েক দিন পুর্বে উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন। বাকি ২ আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ছাত্তার জানান, খবর পেয়েছি আব্দুর রউপের ব্যবহিত জুতা আর মোবাইল ফোন পাওয়া গেছে হাওরে একটি পুকুরে। তবে মামলা তদন্তের সার্থে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কাছে মামলা হস্তান্তর করা হয়েছে বিদায় স্থানিয় চেয়ারম্যানের মাধ্যমে উদ্ধারকৃত মালামাল নিয়ে আসতে বলা হয়েছে।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এরশাদ আলী সাথে কথা বললে তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে হাওরে গিয়ে জুতা আর মোবাইল ফোন নিয়ে আসি। আগামীকাল রবিবার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কাছে উদ্ধার করা নিহতের মোবাইল ফোন ও জুতা হস্তান্তর করবো।
মোঃ নজরুল ইসলাম তালুকদার,মোবাইল ০১৭৫০৩২৫৪৫৯/০১৮১১৭৬১৩৭৫