শিক্ষা সাহিত্য

ডাকবক্স, জয় দেব নাথ

প্রিন্ট করুন

ডাকবক্স খোলা আছে
চিঠি পাঠাও।
অপেক্ষা করতে পারি
খুব আমি।
অনেক দিন হল
চিঠি পাইনা।
দেওয়ার মতো কি
কেউ আছে?
একটা চিঠি খুব
দরকার আমার।
বইয়ের পাতায় লুকিয়ে
রাখব খাম।
তুমি চিঠি পাঠাবে
তো আমায়?
না অভিমান জমিয়ে
রাখবে বাক্সে?
শুনেছি ডাকপিয়ন খুব
বেকার আজকাল।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close