দেশজুড়ে

আজমিরীগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে আহত ১৪

প্রিন্ট করুন


এস কে কাওছার আহমদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি।
আজমিরীগঞ্জ শিবপাশা ভায়া বানিয়াচং সড়কে যাত্রীবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে গিয়ে
১৪ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জে প্রেরণ। এবং গাড়ীর চালককে স্থানীয় লোকজন আটক করে আজমিরীগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেন।

আজ (৭ ডিসেম্বর) রবিবার এক টায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বানিয়াচং বড়বাজার থেকে জিপ গাড়িটি আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের মেইন রোডে ঢুকতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।

যাত্রীরা জানান গাড়ির চালক বেপরোয়া গতিতে জিপটি চালাচ্ছিলো যার কারনে সে গাড়িটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে নেশাগ্রস্ত যার কারনে মাথা ঠিক রাখতে পারেনি।তারা আরো জানায় রাস্তায় কেনো ধরনের যানবাহন ছিল না ফাঁকা রাস্তায় দূর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে জতিন্দ্র দাস (৬৫), রতিন্দ্র দাস (৩৫),নির্মল দাস (৪২), কাওছর মিয়া(৩৫), শিলা আক্তার, (২৮) ও আরো অনেকে।
দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাসহ আজমিরীগঞ্জ সহকারী কমিশনার( ভুমি) উত্তম কুমার দাস উপস্তিত হয়ে আহতদের আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনকদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।


Related Articles

Back to top button
Close