দেশজুড়ে

বানিয়াচংয়ে মেয়ের বাড়ীতে লাশ হলেন সবজান বিবি

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল/ আজমল হোসেন খাঁন, বানিয়াচং উপজেলা সদর ইউনিয়নে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধা সবজান বিবি(৫০) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর খবর  ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত সুরুজ ও ভাতিজা আবু তাহেরসহ অন্যান্যরা বাড়ীঘর ফেলে পলাতক রয়েছে  বলে খবর পাওয়া গেছে। অপরদিকে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে  এবং এলাকা নিরাপত্তার  জন্য ঘটনাস্থলে  মোতায়েন রয়েছে বানিয়াচং থানার একদল  পুলিশ । 
স্থানীয়রা জানান- উপজেলা সদরের ৩নং ইউনিয়নের কালীদাস টেক গ্রামে মেয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন উপজেলা সদরের জাতুকর্নপাড়া গ্রামের নুর হোসেন মিয়ার স্ত্রী বৃদ্ধা সবজান বিবি ।গত (৬ ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় সময় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সুরুজ মিয়া একি গ্রামের লুৎফর মিয়ার মাঝে বাকবিতন্ডা ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে  পরে দুই পরিবার।ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধা সবজানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে সুরুজ মিয়ার ভাতিজা আবু তাহের।ঘটনাস্থলেই মাঠিতে লুঠিয়ে পড়েন তিনি । তাৎক্ষণিক এলাকাবাসী আহত বৃদ্ধাকে গুরুতর  অবস্থায় উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হসপিটালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসা দেওয়ার  জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্তায় রবিবার দিবাগত রাতে বৃদ্ধা মৃত্যু বরণ করেন। মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতরা বাড়ীঘর ফেলে পলাতক রয়েছে ।  ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে বলে সূত্র জানায়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন আলোকিত বাংলাদেশকে  জানান, এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে এ ঘটনার সাথে  জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা  করছে । 


Related Articles

Back to top button
Close