দেশজুড়ে

আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করলেন ডি আই জি জয়দেব কুমার ভদ্র

প্রিন্ট করুন

এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জ
অতিরিক্ত ডি আই জি জয়দেব কুমার ভদ্র বিপিএম।
আজ সোমবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ থানায় পরিদর্শন শেষে আজমিরীগঞ্জ থানার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম ও পিপিএম, অতিরিক্ত এএসপি সার্কেল বানিয়াচং আজমিরীগঞ্জ শেখ সেলিম মিয়া, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার। উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী দাস, প্রেসক্লাবে সভাপতি শ্বপন বনিক, সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল,সহ সভাপতি আবুহেনা, সাংবাদিক মিলাদ মাহমুদ,সেন্টু আহমদ জিহান,দিলোয়ার হোসেন,এস কে কাওছার আহমেদ প্রমূখ।

জয়দেব কুমার ভদ্র বলেন,সকল মানুষের নিরাপত্তা দায়িত্ব পালনে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনতা একত্রে মিলে মিশে কাজ করলে সকল প্রকার অপকর্ম ও সমস্যা সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, আজমিরীগঞ্জ নয় হবিগঞ্জ জেলার ভিতরে যদি কোনো পুলিশ চাঁদাবাজি,ঘুষ ইত্যাদি চায় তাহলে সরাসরি তাকে ফোনের মাধ্যমে অবগত করতে। তিনি তাদের বিরুদ্ধে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করবেন।
জনগনের নিরাপত্তা সার্থে আজমিরীগঞ্জ উপজেলা সকল বিট পুলিশিং কমিটি নির্ধারিত সকল পুলিশদের উদ্দেশ্য বলেন তাদের সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে নিজস্ব এলাকাগুলো কে সুষ্ঠ ও সুন্দর নগরী গড়ে করতে। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সচেতন থেকে সাধারণ মানুষদের নিরাপত্তা প্রধান করতে হবে।


Related Articles

Back to top button
Close