শিক্ষা সাহিত্য

আয়রে ঘুম আয়। জয় দেবনাথ

প্রিন্ট করুন

ঘুমিয়ে পর বাবুন
অনেক রাত হলো।
শহরতলীর মেঘদল এবার
গ্রামের দিকে এলো।

ঘুমিয়ে পর লক্ষীসোনা
ঘুমিয়ে পর জাদু।
ঘুমের ভিতর মায়ের
চুমু দিবে কাতুকুতু!

ঘুমঘুম ঘুম হুতুমপেচাঁ
বাবুনের চোখ টলমল!
রাতের বুকে কালোছায়া
ধরণী আজ অসুস্থ!

ঘুমপরী আয়রে এবার
আমার ছোট্ট মানিকের।
ধরণী সুস্থ হউক
মায়ের সকল সন্তানের।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close