দেশজুড়ে

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় একজন মেয়র ও একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান- স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুক তার মনোনয়নপত্রে ১০০ ভোটার সমর্থকদের মধ্যে ১ জন ভোটার শায়েস্তাগঞ্জ পৌরসভার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তদন্ত করে দেখা যায় ওই ভোটার গাজিপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার ভোটার।

এছাড়াও ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকৃতদের মধ্যে মোঃ মুখলিছ মিয়া ঋণখেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, বাতিল হওয়া দুই প্রার্থী আগামী ৬ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরে আপিল করতে পারবেন।

তফসীল ঘোষণা অনুযায়ী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


Related Articles

Back to top button
Close