তথ্যপ্রযুক্তি

বানিয়াচংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রিন্ট করুন

আজমল হোসেন, বানিয়াচং প্রতিনিধি। ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, শাহ শওকত আরেফিন সেলিম, এরশাদ আলী, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। পরে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২টি স্টল ঘুরে দেখেন।
বিকাল ২ টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Related Articles

Back to top button
Close