শিক্ষা সাহিত্য

আনন্দলোক,পিংকী আচার্য

প্রিন্ট করুন

ভেজা ছাই-য়ে অগ্নি রূপে
সাজিয়ে জলন্ত বিদ্রুপ;
ঘ্রাণে ঘ্রাণে বাড়ন্ত সমালোচনায়
ইচ্ছেতেই ছিটিয়েছি ধূপ।

প্রকৃতির আনন্দলোকে
অবান্তর বিস্ফোরণ;
আমার আমি নিভেই নাকি
গড়েছি আলোড়ন!

আমি এক নিস্তেজ প্রদীপ
হয়তো জোনাকি;
আমার আমি আলোর মাঝেই
হারিয়ে ফেলা গতি!

আলতায় পা বেমানান লাগে
পায়েলে নিবিড় শয্যা;
আমার আমিকে ভুলে যায় মন
চলতি পথের বোঝা।

হুংকারে নির্লজ্জ ফাগুন
আষাঢ়ে জব্দ শ্রোতা;
আমার আমি হারিয়ে গেছি
হারিয়েছে ব্যর্থতা।

(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম)


Related Articles

Back to top button
Close