শিক্ষা সাহিত্য

অপরাধী সন্তান,সাইদা বাহার খানম ইসু

প্রিন্ট করুন


পেয়েছিলে দান
এ দেহে প্রাণ-
পিপাসার কাতরে তুমি
ভোজন করিতে বুঝি
মাতৃদুগ্ধ খান।

হাতে ধরে পথচলা শিখিয়েছেন যারা
আজ তাদের একা করে
তুমি হলে সবার চেয়ে সেরা।

তোমার জীবন গড়তে যারা
একদিন ছিল কাছের সাথী,
নতুন সঙ্গী এনে আজ
মাতা-পিতা হলো তোমার কাছে
সবচেয়ে বড় অপরাধী।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close