দেশজুড়ে

বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষতি

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি। বানিয়াচং উপজেলা সদরের বড়বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে ইবনে সীনা ফার্মেসীসহ প্রায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড় টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রায় দেড়ঘন্টা ব্যাপী বানিয়াচং ফায়ার সার্ভিসসহ , হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট,নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয় জনতার অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনের লেলীহান শিখায় প্রায় ১৪টি ব্যবসা প্রতিষ্টান একেবারেই ভস্মিভুত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, আগুনে তাদের অন্ততপক্ষে ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। ফায়ার সার্ভিসের লোকদের সাথে আলাপকালে তারা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনসহ পুলিশের পুরো ইউনিট। ইউএনও মাসুদ রানা নিজে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রনে আনতে সার্বিক সহযোগিতা করেন।


Related Articles

Back to top button
Close