দেশজুড়ে
প্রিন্ট করুন
হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দায়িত্বশীলদের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭নবেম্বর) বিকাল ৪টায় বৃন্দাবন সরকারি কলেজ সংলগ্ন নিউ ফিল্ড মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা আব্দুল মোতালিব পলাশ জানান, সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে বৈষম্যহীন গণতান্ত্রিক সোনার বাংলা গঠণে হবিগঞ্জ জেলাসহ ৯টি উপজেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে অতি শীগ্রই হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হবে।
মতবিনিময় সভার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মোতালিব পলাশ, রুহুল আমিন, জুনেল তরফদার, নাসির উদ্দীন, মাহবুব আহমেদ, জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমেদ, আশরাফ সিদ্দিক বোরহান, রাকিব, ফয়সল, রাসেল আহমেদ, রাজিব আহমেদ, অলি আহমেদ প্রমুখ।