দেশজুড়ে

হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র কর্তৃক” করোনা কালীন আর্থিক সহায়তা প্রদান

প্রিন্ট করুন

এম.মুজিবুর রহমানঃ হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে করোনা কালীন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ২২ নভেম্বর ২০২০ইংরেজি রোজ রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

বর্তমান যুগ হচ্ছে কানেক্টিভিটির যুগ- যার সাথে যত বেশি মানুষের জানাশোনা তার তত বেশি কানেক্টিভিটি এবং বিপদে আপদে সাহায্য করারও মানুষ বেশি তারই ধারা বাহিকতায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের সেবা করা ও সকল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন করা এলামনাই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমানে’র পরিচালনায় ও প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী (জালাল)’র সভাপতিত্বে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এড. আবু জাহির এমপি৷
উক্ত অনুষ্ঠানে মোট ৩২০ জন সুবিধাভুগীকে সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দীন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,
হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

উপস্থিত ছিলেন বৃন্দান সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুবিধাভোগী ছাত্র/ছাত্রী ও সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ৷ পরিশেষে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধ নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷


Related Articles

Back to top button
Close