জাতীয়

সাংসদ মানিকের প্রচেষ্ঠায় সুবিপ্রবি দেখার হাওর পাড়ে নিমার্ণের বিল পাশ

প্রিন্ট করুন

মোঃ আশিকুর রহমান পীর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
হাওরবাসীর জন্য দেয়া প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখা হাওর পাড়ে স্থাপনের জন্য জাতীয় সংসদে বিল পাশ হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের আনা সংশোধনী প্রস্তাবে এ বিল পাশ হয়।
এর পূর্বে এই বিলে সংশোধন এনে জেলার পরিবর্তে জেলার পরিবর্তে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করার প্রস্তাব আনা হয়। এ নিয়ে কিছু দিন জেলা সদরে আন্দোলন হয়। পরে ঢাকায় জেলা আওয়ামীলীগ ঢাকার একটি হোটেলে জরুরী সভা আহ্বান করে। সেই সভায় সিদ্ধান্ত নেয়া সদর উপজেলার দেখার হাওর পাড়ে খালি জায়গায় যেন বিশ্ববিদ্যালয় নিমার্ণ করা হয়। আর এই স্থানে নিমার্ণ হলে জেলার সকল মানুষ এর সুফল ভোগ করতে পারবে। এই প্রস্তাবের রেজুলেশন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে পৌছান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
সংসদে বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাব করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। পরে এই বিলটি সর্বসম্মতি ক্রমে পাশ হয়। যার ফলে দেখার হাওর পাড়ে বিশ্ববিদ্যালয় নিমার্ণে আর বাধা রইল না।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককের একান্ত সচিব মোশাহিদ আলী জানান, দেখার হাওর পাড়ের কোন স্থানে হবে এখনও ঠিক হয় নি তবে আমাদের দাবি উত্তর পূর্বে পাড়ে আহসানমারা দিকে সদরের শেষ অংশে হলে ভাল হয়। আর সংসদে এই সংশোধনী প্রস্তাব করেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। আশা করি জেলার সকল মানুষের উপকার হয় দেখার হাওর পাড়ের এমন একটি স্থান বেছে নেয়া বিশ্ববিদ্যালয় নিমার্ণের জন্য।


Related Articles

Back to top button
Close