শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আজমিরীগঞ্জে সরকারী কাজে বাঁধা দেওয়ায় শিকারিকে এক মাসের কারাদন্ড

প্রকাশিত হয়েছে -

হাবিবুর রহমান রিয়াদ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত হিরণ মিয়া কে সরকারি কাজে ইচ্ছাকৃত বাঁধা প্রদান করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খাঁন।
আজ( ২০ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৬ টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তে বনগজ নামক এলাকায় পাখিসহ শিকারীদের ধরতে গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পশ্চিম ভাগ গ্রামের তমজিদ আলী পুত্র হিরণ মিয়া (৪০) তিনি পাখি শিকারীদের পালিয়ে যেতে সহায়তা করে এবং সরকারী কাজে ইচ্ছাকৃত ভাবে বাঁধা প্রদান করায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত শিকারি পাখি সহ কিছু সংখ্যক পাখি খোলা আকাশে ছেড়ে দেয়া হয়েছে।