দেশজুড়ে

জেনারেল এম,এ রব বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রিন্ট করুন


স্টাফ রিপোর্টার। মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে মেজর জেনারেল এম এ রব গবেষণার পরিষদের” সাধারণ সভা, অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায়, আলোচনা সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারেও তিনটি পর্বে অনুষ্ঠান সাজানো হয়। আগের দিন মাজার পরিস্কার করে পরের দিন ১৪ই নভেম্বর, সকাল ৯টায় শহরের উমেদ নগরস্থ, তার মাজারে পুস্পস্থবক অর্পণ করা হয় । এ সময় পরিষদের নেবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বীরউত্তম এম এ রব সাহেবের ভাতিজা ইমরান রউফ শাহীন, ভাগ্না শাহ সামসুল আরফিন মাছুম , খাগাউড়া ইউ-পি চেয়ারম্যান শাহ সৌকত আরেফিন সেলিম, নাতি শাহ মিজবাহুল আরেফিন অর্পণ।
বাদ আছর পরিষদের সদস্যদের নিয়ে এতিমখানা মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মেজর জেনারেল এম এ রব বীরউত্তম গ্রন্থাগার ও যাদুঘরে, এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এম এ রবের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। সর্বশেষ ৩য় পর্বে
সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ পর্বের শুরুতেই কার্যনির্বাহী সদস্য পিন্টু দাশ পরলোকগমন করায় তাঁর বিদেহী আত্মার সান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন, সম্পাদক, এম এ ওয়াহিদ। এবং বিগত বছরের আয়-ব্যয় এর হিসেব পেশ করেন।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মোতালিব মমরাজ সেনাবাহিনীর , অবঃ ওয়ারেন্ট অফিসার শাহ কিম্মত আলী ,অবঃ পূবালী ব্যাংকের এ জি এম আলহাজ্ব শেখ বদর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সৈয়দ মশিউর রহমান সাংবাদিক, সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, সঞ্জয় রায়, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ শফী উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃকামাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আঃ হাই, প্রচার সম্পাদক সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাষ্টার এম এ ওয়াহেদ, ওয়াহিদুর রহমান চৌধুরী টিটু, সাংস্কৃতিক সম্পাদক রেবা চৌধুধী, সমাজ কল্যাণ সম্পাদক রাসেন্দ্র চান্দ্র দাশ, কার্যনির্বাহী সদস্য মোঃ কুদ্দুস আলী মনোহর, সৈয়দ শাহ দরাজ, আলহাজ্ব আঃ আহাদ ফুল মিয়া, মোঃ আঃ মান্নান, হাজি মোঃ ছমির উদ্দিন, মোঃ সামছুজ্জমান, মোছা ঃ ফরিদা আক্তার, রুমানা আক্তার তাহুরা, আজিবন সদস্য কাজি নোমান আহমেদ,, সাধারণ সদস্যদের মধ্যে, হাজি খাইরুল আলম চৌধুরী, মোঃ শামিম মিয়া, ইফতেখার তরফদার তারেক, মোঃ আঃ রাজ্জাক, মোঃ আয়ুব আলী, আঃ আজিজ, মোঃ বশির আহমেদ, সুমন রায়, আবিদ রহমান,হরেন্দ্র সুত্রধর৷
প্রমুখ, সভায়, নেতৃবৃন্দরা প্রতিবারের ন্যায় এবারেও এম এ রবের জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারি ভাবে পালনের আহবান জানান। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এম এ রব গোল চত্ত্বরটি অন্য নামে দখলদারদের কবল থেকে রক্ষা করার জন্যে প্রশাসনের প্রতি জোরদাবী রাখা হয়।


Related Articles

Back to top button
Close