দেশজুড়ে

বানিয়াচং আদর্শবাজার জননী ফার্মেসিতে দুঃসাহসিক চুরি

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং।
বানিয়াচং আদর্শবাজার জননী ফার্মেসি তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গত (১৩ নভেম্বর) শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটলেও রাতে ওইখানে কেউ না থাকার কারনে শনিবার সকালে ফার্মেসির মালিক সাটার খোলেই চুরির আলামত দেখতে পান।
জানা যায়, আদর্শ বাজারে শুক্রবার দিবাগত রাতে দোকানের পিছনের দরজার তালা ভেঙে ফার্মেসি তে প্রবেশ করে। এসময় ফার্মেসি থেকে নগদ প্রায় সাত লক্ষ্য টাকা ও সিসি ক্যামেরার যাবতীয় সরঞ্জাম নিয়ে যায়।
এ ব্যাপারে ফার্মেসির স্বত্বাধিকারী হবিগঞ্জের সংবাদকে জানান, আমার ফার্মেসি থেকে প্রায় সাত লক্ষ টাকা ও সিসি ক্যামেরার যাবতীয় সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোরের দল।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close