আজমিরীগঞ্জ আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন; এমপি আব্দুল মজিদ খান

নিজস্ব প্রতিনিধি । আজমিরীগঞ্জ উপজেলা সদরে লাল মিয়া বাজারে গত (৯ নভেম্বর) সোমবার বেলা ৩টায় আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবরটি শোনে দুঃখ প্রকাশ করেছেন এবং জরুরী কাজে ঢাকায় অবস্থান করার কারণে আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জন বান্ধব জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
পরিদর্শন কালে তিনি ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দিয়ে বলেন, যারা এই দোকান গুলির মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তারপরও আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আগুনে দোকানগুলো পুড়েছে তার মধ্যে মুদির দোকান, ঔষধের ফার্মাসি, কেরোসিন পেট্রল কাঠের দোকান, কাপড়ের দোকান রয়েছে।
এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এই রকম আগুনের শিখা দেখেনি, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের প্রচেষ্টায় আগুন নেভাতে আমরা সক্ষম হয়েছি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেন, পিআইও মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মঞ্জু কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুলাল কর্মকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, আওয়ামী লীগ নেতা আউয়াল মেম্বার, আরশাদ মেম্বার, ওবায়দুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ সহ অনেকে।