দেশজুড়ে

তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম মৃত্যুবরন করেছেন

প্রিন্ট করুন

তালা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহিৃ.রাাজিউন)। বুধবার (১১নভেম্বর) আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন। এর আগে তিনি বেশ কিছুদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা সাংবাদিকবৃন্দ।


Related Articles

Back to top button
Close